ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন
ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিন দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী প্রবাল দ্বীপটিতে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে।
সর্বদক্ষিণের ভূখণ্ড সেন্ট মার্টিনের নিরাপত্তায় ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন ছিল। এর প্রায় ২২ বছর পর ফের সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলো।
এ ব্যাপারে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, “সরকারি নির্দেশে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সেখানে থাকবে।”
Comments