রাব্বির সেঞ্চুরি পর খেলাঘরের পক্ষে খেলল বৃষ্টি
আবারও ভালো শুরু পেয়েছিলেন মিজানুর রহমান। জুনায়েদ সিদ্দিকী না পারলেও আবারও সেঞ্চুরি করেন ফজলে মাহমুদ রাব্বি। স্লগ ওভারে আরও একবার ঝড় তুলেন ইয়াসির আলি রাব্বি। দুর্বল খেলাঘরকে হারাতে ব্রাদার্সের সবকিছুই ঠিকপথে চলছিল। কিন্তু খেলাঘরের ইনিংসে নামা বৃষ্টি মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের। উইকেট বাঁচিয়ে খেলার কৌশলে বৃষ্টি আইনে জিতে গেছে খেলাঘর।
ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ডি/এল মেথডে জিতেছে ১২ রানে।
ব্রাদার্সের করা ২৬৭ রানের জবাবে ভালো শুরু পায় খেলাঘর। দুই ওপেনার রবিউল ইসলাম রবি আর শাহরিয়ার কমল খেলতে থাকেন দেখেশুনে। দলের ৪৯ রানের কমল আউটের পর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে হিসাব নিকাশ করে এগুতে থাকেন রবি। আকাশ হয়ে আসছিল অন্ধকার। অন্তত ২০ ওভার খেলা হলেই বৃষ্টি আইনে ফল হয়ে যাবে। আর উইকেট না পড়লে ২০ ওভারে ৭২ রান করলেই চলত খেলাঘরের।
২০ ওভারে তারা ৮৪ রানে গেলে বন্ধ হয় খেলা। আর খেলা শুরু না হওয়ায় হাসি চওড়া হয়েছে তাদের। এই জয়ে রেলিগেশন লিগ থেকে বাঁচার পথও পেল তারা। উল্টোদিকে টেবিলের তলানিতে চলা যাওয়া ব্রাদার্সের সামনে টানা দ্বিতীয়বারের মতো রেলিগেশন লিগ খেলার শঙ্কা জেগেছে।
এর আগে আকাশে যতক্ষণ রোদ ছিল, ব্রাদার্সের অবস্থাও ছিল ঝলমলে। টস হেরে ব্যাটিং পেলেও মিজানুর রহমান আর ফজলে মাহমুদ রাব্বি গড়েন দারুণ ভিত। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটির পর ৪৯ করে মিজানুর ফিরলেও সেঞ্চুরি করে থামেন রাব্বি। চারে নেমে ভারতীয় দেবব্রত দাশ ৬৪ বলে ৪৫ করে আউট হওয়ার পর ঝড় তুলেন আরেক রাব্বি। ইয়াসির আলি রাব্বির ৩২ বলে ৪৭ রানে আড়াইশ ছাড়িয়ে যায় ব্রাদার্সের সংগ্রহ। কিন্তু বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত ওই বড় পূঁজি কোন কাজে আসেনি।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন : ৫০ ওভারে ২৬৭ ( ফজলে রাব্বি ১০৩, মিজানুর ৪৯, ইয়াসির ৪৭ ; তানবির ১/৪০)
খেলাঘর : ২০ ওভারে ৮৪/১ (রবিউল ৩৯*, অঙ্কন ২১* )
ফল: বৃষ্টি আইনে খেলাঘর ১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি।
Comments