ক্রমশ বাড়ছে তাসকিনের আশা
প্রথমে রানিং, তারপরের শর্ট রানআপে বোলিং। এবার ফুল রানআপে পুরোদমে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। চোট থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায় একেকটি ধাপ ঠিকঠাক উৎরে তাসকিন অপেক্ষায় আছেন মাঠে ফেরার। বিশ্বকাপ দলে জায়গা পেতে ক্রমশ বাড়ছে তার আশাও।
গত বৃহস্পতিবার শর্ট রানআপে পাঁচ ওভার বল করেছিলেন। কোন অস্বস্তি না থাকায় আজ ফুল রানআপে পুরোদমে বোলিং অনুশীলন চালিয়েছেন তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত প্রমাণ করতে এখন দরকার ম্যাচ অনুশীলন। সেকারণেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার চেষ্টায় আছেন তিনি।
সোমবার আধঘন্টার বেশি সময় বল করে চোখেমুখে স্বস্তি নিয়ে জানালেন আশার কথা, ‘প্রতি দিনই উন্নতি হচ্ছে। আজ পুরো রানআপে বল করেছি। আল্লাহর রহমতে সমস্যা হয়নি। সব মিলিয়ে এটা ভালো লাগছে যে এতদিন পর ফুল রান আপে বোলিং করলাম। লিগে খেলার পরিকল্পনা আছে সামনে।’
এবার প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও চোট থাকায় তাসকিনকে দলে নেয়নি কোন ক্লাব। কিন্তু মাঠে নামতে মরিয়া তাসকিন সুপার লিগের আগেই ভিড়তে চাইছেন যেকোনো দলে, ‘লিগে খেলার সুযোগ আসবে। কয়েকটা দলের সঙ্গে কথা চলছে।’
তাসকিনের মাঠে নামায় সায় আছে চিকিৎসকদেরও। বল করার সময় ফিজিও খাদেমুল হক শাওন দাঁড়িয়ে থেকেই দেখেছেন তাসকিনের কোন সমস্যা আছে কিনা। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার মাঠে নামার ব্যাপারে ইতিবাচক, ‘দেবাশীষদা ও শাওন ভাই দুজনই ছিলেন। শাওন ভাই তো বোলিং সেশনের সময়ও ছিলেন। এর পরে দেবাশীষদার সঙ্গে কথাটথা বললেন। সব মিলিয়ে তারাও খুশি। আসলে তাদের কথা অনুযায়ী সবকিছু করছি। সব ঠিক থাকলে দ্রুতই খেলা শুরু করবো।’
Comments