এইচএসসির ১৩ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
পবিত্র শবে বরাত ও অন্যান্য কারণে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে চলমান এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ১৩টি বিষয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে আজ (৮ এপ্রিল) এ কথা জানানো হয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭, ১৮ এবং ২২ এপ্রিলের পরীক্ষাগুলো আগামী ৯, ১১ এবং ১২ মে অনুষ্ঠিত হবে। এছাড়াও, আগামী ৪ এবং ৬ মের পরীক্ষাগুলো সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া আরবি (১ম পত্র), সংস্কৃত (১ম পত্র) এবং পালি (১ম পত্র) পরীক্ষাগুলো আগামী ৯ মে (দুপুর ২ থেকে বিকাল ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া আরবি (২য় পত্র), সংস্কৃত (২য় পত্র) এবং পালি (২য় পত্র) পরীক্ষাগুলো আগামী ১১ মে (দুপুর ২ থেকে বিকাল ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
এছাড়াও, আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়- ২য় পত্র), হিসাববিজ্ঞান (২য় পত্র) এবং যুক্তিবিদ্যা (২য় পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (অব: ২য় পত্র ডিআইবিএস) পরীক্ষাগুলো আগামী ১২ মে (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া গার্হস্থ্য বিজ্ঞান (১ম পত্র) এবং ৬ মে গার্হস্থ্য বিজ্ঞান (২য় পত্র) পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরিচালক দ্য ডেইলি স্টারকে জানান, আগামী ২১ এপ্রিল সারাদেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে সরকার এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে।
Comments