সোহেলের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযানে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণকারী ফায়ারম্যান সোহেল রানার পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
firefighter sohel
৯ এপ্রিল ২০১৯, ফায়ারম্যান সোহেল রানার পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার/রাফিউল ইসলাম

বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযানে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণকারী ফায়ারম্যান সোহেল রানার পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে সোহেল রানার প্রথম জানাজা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “সোহেল পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিলো। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই তার পরিবারের প্রতি লক্ষ্য রাখবো। তার পরিবারে যদি উপযুক্ত কেউ থাকে, তাকে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।”

গুরুতর আহত সোহেল রানাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছিলো বলেও এসময় জানান তিনি।

সোহেল রানার ছোট ভাই উজ্জ্বল মিয়া জানান, সোহেল দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করায় তিনি এবং তার পরিবার গর্বিত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারানোয় তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন।

সোহেল রানার জানাজায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জানাজা শেষে দাফনের জন্য সোহেলের মরদেহ কিশোরগঞ্জে তার নিজে গ্রামে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পরপরই উদ্ধারকাজে যোগ দেন ফ্যায়ারম্যান সোহেল রানা। সেই আগুনে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন শ’ খানেক। ভবনে আটকে পড়া ব্যক্তিদের মই দিয়ে উদ্ধার করার সময় তার পা ভেঙ্গে যায়। তার পাকস্থলীতেও আঘাত লাগে।

গুরুতর আহত সোহেলকে প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর, তাকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সোহেল।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

6m ago