রূপগঞ্জের হয়ে বুধবার মাঠে ফিরছেন তাসকিন
গোড়ালির চোট সারার পর মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন তাসকিন আহমেদ। নির্বাচকদের ম্যাচ ফিটনেস দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া তাসকিনের অপেক্ষার এবার অবসান হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে নিয়েছে। বুধবারই মাঠে নামছেন তিনি।
এবার প্রিমিয়ার লিগে রূপগঞ্জ আছে দারুণ ছন্দে। টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ খেলা নিশ্চিত তাদের। সুপার লিগের আগে শেষ ম্যাচে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা রূপগঞ্জ খেলবে উত্তরা স্পোটিং ক্লাবের বিপক্ষে।
এই ম্যাচের আগে তাসকিনকে দলে নেওয়া নিশ্চিত করেছে তারা। প্লেয়ার্স ড্রাফটে তাসকিনের নাম থাকলেও চোটে থাকায় আগে তাকে দলে নেয়নি কেউ। বিশ্বকাপ দলের জন্য আলোচনায় থাকা তাসকিন চাইছিলেন মাঠে নামতে। দলকে আরও শক্তিশালি করতে রূপগঞ্জের দরকার ছিল পেস আক্রমণে তাসকিনের মতো কাউকে। খাপে খাপে মিলে যাওয়া খুশি দুপক্ষই।
গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়েন তাসকিন। এই চোটে ডাক পেয়ে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। অবশেষে দুই মাসের বেশি মাঠের বাইরে থাকার অপেক্ষা শেষ হচ্ছে তার। মঙ্গলবার ম্যাচের আগের দিন দলের অনুশীলনে যোগ দিয়ে তাসকিনই জানালেন বুধবারই ফিরছেন তিনি, ‘এটাই আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।’
মাঠে নামার আগে চিকিৎসকদের কাছ থেকে সব রকমের ছাড়পত্র পেয়েছেন, নিজের মধ্যেও আর কোন অস্বস্তি নেই তার, ‘কাল (বুধবার) ম্যাচ হবে। এর আগে আমি ফুল রান আপে তিনটা সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভালো অবস্থায় আছি।’
Comments