যৌন নিপীড়ন: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষকের শাস্তির দাবিতে অনশনে শিক্ষার্থীরা
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আক্কাস আলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ওই বিভাগেরই শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা অনশনে বসেছেন।
শিক্ষার্থীরা বলেছেন, গত জানুয়ারি মাসে বিভাগের দুজন ছাত্রী ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। তার বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহও করছেন বিভাগের শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের দুই ছাত্রী বেশ কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন। তারা বলেছেন, আক্কাস আলী তাদের অশালীন কথা বলতেন। থিসিস পেপারের জন্য চেম্বারে গেলে শ্লীলতাহানিরও চেষ্টা চালিয়েছিলেন তিনি।
এই অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযুক্তকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা তাকে বরখাস্ত করার দাবিতে সেদিনই সকালেই প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুদ্দিন আহমদ জানান, যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে আক্কাস আলীর দাবি, তার বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি বানোয়াট, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
Comments