যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও মহাকাশে ৩টি স্যাটেলাইট পাঠাবে ইরান
বিভিন্ন দিক থেকে ইরানকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। তারপরও অনমনীয় রয়েছে ইসলামী বিপ্লবের এই দেশটি। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ভূ-উপগ্রহের (স্যাটেলাইট) ভূমিকা থাকতে পারে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের মুখে মহাকাশে চলতি বছরেই তিনটি ভূ-উপগ্রহ পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির টেলিযোগাযোগমন্ত্রী জাভেদ আজারি-জাহরোমি।
গতকাল (৯ এপ্রিল) জেনেভায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিযোগাযোগমন্ত্রী জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ইরান তিনটি ভূ-উপগ্রহ মহাকাশে পাঠাবে। তবে এর সঙ্গে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের কোনো সম্পর্ক নেই।
জাভেদ আজারি-জাহরোমি বলেন, “কারণ, ইরান যদি ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করে তাহলে তা খোলাখুলিভাবেই করবে। এখানে গোপন করার কিছু নেই। এটি আমাদের দেশের নিরাপত্তার বিষয়।”
ইরানের চলমান স্যাটেলাইট কর্মসূচিকে “শান্তিপূর্ণ” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এর মাধ্যমে ইরানের পানিসম্পদ এবং পরিবেশ রক্ষার জন্যে কাজ করা হবে।”
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরান একবার মহাকাশে ভূ-উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিলো। কিন্তু, তাতে ব্যর্থ হয়। সেসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার বার্তায় লিখেছিলেন, “এই উৎক্ষেপণের মাধ্যমে আবারো প্রমাণিত হলো যে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।” ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের জন্যে হুমকি বলেও সেই বার্তায় উল্লেখ করেন পম্পেও।
এরপর, গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেও ব্যর্থ হয় ইরান।
Comments