৫ লাখ দিলেন, ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে

রাজধানীতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকা দিয়েছেন গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন।
Russel
২০১৮ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার। ছবি: আশুতোষ সরকার

রাজধানীতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকা দিয়েছেন গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন।

আজ (১০ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সামনে শুনানি চলার মধ্যেই রাসেলের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

রাসেলকে আগামী এক মাসের মধ্যে বাকি ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

এসময়, আদালতের কাছে গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন জানান যে তার স্ত্রীর একটি কিডনি নষ্ট হয়ে গেছে, তার ছেলে অন্ধত্বের সমস্যায় ভুগছেন এবং তিনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এজন্য রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশের ব্যাপারে আদালত যেনো তার প্রতি সদয় হন।

এর আগে, রাসেল সরকারকে আজ বিকাল ৩টার মধ্যে ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি।

রাসেলের পা হারানোর পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন:

পা হারানো রাসেলকে আজই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

একটি পা, না গোটা একটি জীবন!

গ্রিনলাইনের বাস নিলামে তুলে হলেও রাসেলকে ক্ষতিপূরণ দিতে হবে: হাইকোর্ট

বাসচাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

Comments

The Daily Star  | English

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

Now