রেকর্ড পুরনো, প্রকাশ নতুন
ইমরান ও কণা একসঙ্গে বেশ কয়েকটা সফল গান উপহার দিয়েছেন শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় তারা হাজির হয়েছেন নতুন একটি গান নিয়ে।
গানটির শিরোনাম ‘কে কত দূরে’। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের ভিডিওতে দুই কণ্ঠশিল্পী ছাড়াও মডেল হিসেবে রয়েছেন সুমিত ও নিশাত প্রিয়ম।
সিএমভি’র ব্যানারে প্রকাশিত এই গানের ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে কণা আপুর সঙ্গে আমার বেশ কয়েকটা গান প্রকাশিত হয়েছে। শ্রোতারা গানগুলো বেশ পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ‘কে কত দূরে’ গানটি প্রকাশ করা হয়েছে।”
প্রায় তিনবছর আগে রেকর্ড করা এই গানটি শ্রোতারা পছন্দ করবেন বলে আশা ইমরানের।
Comments