নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেছেন আজ এই তথ্য জানিয়ে বলেছেন, নুসরাতের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যৌন হয়রানির প্রতিবাদ করায় গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত।
গত সোমবার বিকেলে বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন এবং উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”
কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে আর বিদেশে নেওয়া সম্ভব হয়নি।
মৃত্যুর আগে পর্যন্ত নুসরাত অভিযোগ করে গেছেন, সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ২৭ মার্চ তাকে যৌন হয়রানি করেছে। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় গেলে বোরকা পরিহিত চার জন মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার দেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
Comments