ময়মনসিংহ থেকে নুসরাত হত্যার অন্যতম আসামি নূরুদ্দিন গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ও ‘আগুন হামলার’ শিকার নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি নূরুদ্দিনকে ময়মনসিংহ জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (১২ এপ্রিল) সকাল ১১টায় তাকে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে গ্রপ্তার করা হয়।
সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সিডস্টোর এলাকায় অভিযান চালিয়ে ইসলামিয়া ফাজিল মাদরাসার অভিযুক্ত অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলার ঘনিষ্ঠ সহযোগী নূরুদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় পিবিআই-এর একটি সূত্র।
আরও পড়ুন:
নুসরাত হত্যা: ঢাকা থেকে গ্রেপ্তার হলেন ফেনীর আ. লীগ নেতা
নুসরাত হত্যা: অধ্যক্ষের পক্ষ নেওয়া আ. লীগ নেতা বহিষ্কার
‘নুসরাত হত্যার তদন্তে কোনো গাফলতি পেলে হাইকোর্ট পদক্ষেপ নিবে’
Comments