জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
জয়পুরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ (১২ এপ্রিল) জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক আমাদের দিনাজপুর সংবাদদাতাকে জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু এবং পাঁচজন নারী রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য মাসুদ রানা জানান, আজ দুপুর সোয়া দুইটার দিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই ফায়ারম্যান আরও জানান, বাসটি জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো।
Comments