নুসরাত হত্যার বিচার দাবি

Protest
১২ এপ্রিল ২০১৯, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ছবি: স্টার/পলাশ খান

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সেখানে এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন নগরবাসীদের সংগঠন গৌরব-৭১।

আজ (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট গোলাম কুদ্দুস বলেন, “সমাজ থেকে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি দূর করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ দাবি করেছেন, নুসরাতের হত্যাকাণ্ডে জড়িতরা যতোই ক্ষমতাবান এবং তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা উচিত।

এরপর, মানববন্ধন থেকে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়া হয়।

Protest
নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: স্টার/ অলক বোস

অপরদিকে, নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

আমাদের মাগুড়া সংবাদদাতা জানান, আজ সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ মানববন্ধনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

এসময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

13h ago