পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী

Bhutanese PM
১৪ এপ্রিল ২০১৯, ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ঢাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেন। ছবি: বাসস

ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আজ (১৪ এপ্রিল) রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি সকালে বাংলা নববর্ষের প্রথম দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারা ও চ্যানেল আই টেলিভিশন চ্যানেলের যৌথ আয়োজনে নববর্ষ অনুষ্ঠানে যোগ দেন।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

লোটে শেরিং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় মুগ্ধ হন।

শেরিং নেপালি ভাষার একটি গানসহ বিভিন্ন সংগীত উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান।

তিনি বাঙালির বৃহত্তম উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তার সন্তোষের কথা প্রকাশ করে বাংলায় বলেন, “আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শুভ নববর্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী লোটে বিদেশি শিক্ষার্থী কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন।

লোটে বলেন, “আমি ময়মনসিংহে ৭ বছর এবং ঢাকায় ৪ বছর ছিলাম। বাংলাদেশ হচ্ছে আমার সেকেন্ড হোমের মতো।”

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন যে, “ভুটানের প্রধানমন্ত্রীর এদেশে আসার দিনক্ষণ চূড়ান্তের পর তাকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাব করা হলে তিনি তা সাদরে গ্রহণ করে তার সফরসূচি পুনঃনির্ধারণ করেন।”

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago