মোদির হেলিকপ্টারে রহস্যজনক কালো ট্রাঙ্ক, নির্বাচন কমিশনে অভিযোগ

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি কালো ট্রাঙ্ক।

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি কালো ট্রাঙ্ক।

গত ৯ এপ্রিল হেলিকপ্টারে চেপে কর্ণাটকে গিয়েছিলেন মোদি। রাজ্যের চিত্রদুর্গ শহরে অবতরণের পর মোদির হেলিকপ্টার থেকে একটি কালো ট্রাঙ্ক বের করা হয়। দুজন ব্যক্তি ট্রাঙ্কটি ধরাধরি করে একটি গাড়িতে তুলে দিতেই সেটি সেখান থেকে চলে যায়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে বিজেপিবিরোধীরা।

কংগ্রেস জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র আনন্দ শর্মা এ ব্যাপারে বিস্তারিত তদন্তের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ওই ট্রাঙ্কের ব্যাপারে নির্বাচন কমিশনেরও খোঁজখবর নেওয়া উচিত। এ ব্যাপারে কংগ্রেসের কর্ণাটক ইউনিট ইতিমধ্যে নির্বাচন নালিশ দিয়েছে বলেও তিনি জানান।

ট্রাঙ্কের ঘটনা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের সঙ্গে আরও তিনটি হেলিকপ্টারকে আমরা সেদিন যেতে দেখেছি। অবতরণের পর একটি কালো ট্রাঙ্ক হেলিকপ্টার থেকে নামিয়ে এনে এমন একটি গাড়িতে তোলা হয় যেটি প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপের অংশ ছিল না।

শর্মা আরও বলেন, ওই কালো ট্রাঙ্কে নগদ টাকা ছিল না এটা বলার জন্য হলেও তদন্ত হওয়া উচিৎ।

Comments