‘ধর্ষণ চেষ্টা’ ঠেকাতে গিয়ে চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণ চেষ্টা ঠেকাতে গিয়ে এক প্রবাসীর স্ত্রী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সানি দে (২০) ও তয়ন দে (২১)। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, নিহত নারীর নাম মামনি দে (২৪)। তার স্বামী রুপন কান্তি দে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। ফটিকছড়ির মহানগর গ্রামে তাদের বাড়ি।
নিহতের স্বামী রুপন পরিবারের অন্য সদস্যদের বরাতে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে দুজন আমাদের শোবার ঘরে ঢুকে। আমার স্ত্রী তখন ঘুমচ্ছিল। ধর্ষণ ঠেকাতে আমার স্ত্রী চেঁচাতে শুরু করে। আমার বাবা বাড়ির বাইরের দিকটায় যে ঘরে ঘুমান সেখানে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। এসময় বাবাকেও ছুরি মারে তারা।
তিনি বলেন, ছুরির আঘাতে ঘরের ভেতরেই মামনি প্রাণ হারায়। বাবার অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মা ও দেড় বছরের কন্যার কোনো ক্ষতি হয়নি।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তারা নিহতের লাশ উদ্ধার করেছেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তারা দুজনকে গ্রেপ্তার করেন।
Comments