কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪
কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের পেন্টিকটন শহরের গতকাল (১৫ এপ্রিল) বিভিন্নস্থানে বন্দুকধারীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
খবরে বলা হয়, “কানাডার স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম গুলির ঘটনা ঘটে। এরপর পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে তিনটি পৃথকস্থানে গুলিতে চারজনের মৃত্যুর খবর জানতে পেরেছে পুলিশ।
এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এই গুলির উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের একজন কর্তাব্যক্তি টেড ডি জাগের বলেন, “আমরা ঘটনাটির তদন্ত করছি। আমি মনে করি, এটি খুবই দুঃখজনক ঘটনা। এমন দুঃখজনক ঘটনায় আমরা মর্মাহত।”
Comments