ব্রাদার্সকে হারিয়ে টিকে রইল উত্তরা

হারলেই এক প্রকার বিদায় নিশ্চিত হয়ে যেত নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। কারণ তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি ছিল ব্রাদার্স ইউনিয়নের। তবে দারুণ এক জয়ে ব্রাদার্সকে ছুঁয়ে ফেলেছে উত্তরা। শানাজ আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও মহিমেনুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ১৮৮ রানের বিশাল জয় পেয়েছে দলটি।

হারলেই এক প্রকার বিদায় নিশ্চিত হয়ে যেত নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। কারণ তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি ছিল ব্রাদার্স ইউনিয়নের। তবে দারুণ এক জয়ে ব্রাদার্সকে ছুঁয়ে ফেলেছে উত্তরা। শানাজ আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও মহিমেনুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ১৮৮ রানের বিশাল জয় পেয়েছে দলটি।

সাভারের বিকেএসপিতে এদিন আগে ব্যাট করতে নেমে এদিন ৩১৩ রানের বিশাল স্কোর দ্বার করায় উত্তরা। ১০৬ বলে ১১৪ রানের দারুণ ইনিংস খেলেন শানাজ। তাতে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। সবচেয়ে বড় কথা দ্বিতীয় উইকেটে আনিসুল ইসলাম ইমনের সঙ্গে ১৩৫ এবং তৃতীয় উইকেটে মহিমেনুল খানের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন।

হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আনিসুল ও মহিমেনুলও। মহিমেনুল ৬৬ ও আনিসুল ৬৪ রান করেন। এছাড়া মিনহাজুল আবেদীন করেন ২৯ রান। ব্রাদার্সের পক্ষে ৫৬ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন বিশ্বনাথ হালদার।

জবাবে মহিমেনুল ইসলামের ঘূর্ণিতে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছিলেন সাত নম্বরে নামা জাহিদুজ্জামান। এছাড়া জুনায়েদ সিদ্দিকি করেন ২৭ রান। আয়ারল্যান্ড সফরে ডাক পাওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাট থেকে আসে মাত্র ২ রান। ফলে ২৯.২ ওভারে গুটিয়ে যায় দলটি। ৩৮ রানের খরচায় ৫টি উইকেট পেয়েছেন মহিমেনুল।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরা স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ৩১৩/৬ (তানজিদ ৮, আনিসুল ৬৪, শানাজ ১১৪, মনিমেনুল ৬৬, মিনহাজুল ২৯, শাখির ১১*, মিনহাজ ১২, গাফফার ৩*; বিশ্বনাথ ৩/৫৬, আশিকুজ্জামান ০/৩২, নাঈম ০/৫৩, শাহাজাদা ২/৪৫, শাকিল ০/৫৮, শরিফুল্লাহ ১/৫৬, ফজলে ০/১১)।

ব্রাদার্স ইউনিয়ন: ২৯.২ ওভারে ১২৫ (মজানুর ৫, জুনায়েদ ২৭, ফজলে ১৫, ইয়াসির ২, শাকিল ১১, শরিফুল্লাহ ৫, জাহিদুজ্জামান ৪২, শাহাজাদা ৯, আশিকুজ্জামান ৪, নাঈম ১, বিশ্বনাথ ২*; জাহাঙ্গির ০/২৯, সাজ্জাদ ৩/২৩, গাফফার ১/২৩, মহিমেনুল ৫/৩৮, সাইদুল ১/১২)।

ফলাফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ১৮৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শানাজ আহমেদ (উত্তরা স্পোর্টিং ক্লাব)।

Comments