নুসরাত হত্যায় আরও দুজন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
arrest
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বাংলা দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, গতকাল রাতে ফেনী শহর এলাকা থেকে আলীম পরীক্ষার্থী কামরুন নাহার মণি ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. শরীফুল ইসলাম ওরফে শরীফকে গ্রেপ্তার করা হয়।

মণি এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনের একজন বলে এই সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পূর্বে গ্রেপ্তারকৃত এই মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেনের জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে মণি ও শরীফকে গ্রেপ্তার করে পিবিআই।

মণি ও শরীফকে আজ (১৭ এপ্রিল) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হবে। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানিয়েছেন, দুজনেরই ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

50m ago