আলোচিত সেই আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ক্যারিবিয় বংশোদ্ভূত জোফরা আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন, এমন গুঞ্জন জোরালো ছিল গেল কয়েকদিনে। তবে তা সত্য হলো না। ১৫ সদস্যের ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বিবেচিত হননি ২৪ বছর বয়সী এই পেস অলরাউন্ডার।
বার্বাডোজে জন্ম নেওয়া আর্চারের বাবা ইংলিশ। সে কারণে তার ব্রিটিশ পাসপোর্টও আছে। কিন্তু উইন্ডিজের বয়সভিত্তিক দলেই খেলে আসছিলেন তিনি। অভিবাসন আইনে পরিবর্তন করায় ইংল্যান্ডের হয়েও খেলার পথ খোলা ছিল তার। বিশ্বকাপে আপাতত তা হচ্ছে না।
আর্চার না থাকায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও বড় চমক নেই। উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলটিই থাকছে বিশ্বকাপে।
তবে বিশ্বকাপ দলে না থাকলেও বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্চার। ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকায় আর্চারের বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যায়নি।
বিশ্বকাপের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
Comments