বিশ্বকাপ দল নিয়ে ম্যানেজমেন্টের কথায় যেখানে চিন্তা ফারুকের

দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এটাই চূড়ান্ত দল নয়। আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্সের পর আসতে পারে বদল। দল ঘোষণার সময় এ কথা পুনরাবৃত্তি করেন প্রধান নির্বাচকও। তবে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের ঘোর আপত্তি এই জায়গায়। দল নিয়ে ম্যানেজমেন্টের এমন অনিশ্চয়তা ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে বলে মত তার।
Farukh Ahmed
ফাইল ছবি: সংগ্রহ

দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এটাই চূড়ান্ত দল নয়। আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্সের পর আসতে পারে বদল। দল ঘোষণার সময় এ কথা পুনরাবৃত্তি করেন প্রধান নির্বাচকও।  তবে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের ঘোর আপত্তি এই জায়গায়। দল নিয়ে  ম্যানেজমেন্টের এমন অনিশ্চয়তা ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে বলে মত তার।

আইসিসির নিয়ম অনুযায়ী ২৩ এপ্রিলের মধ্যে ঘোষণা করতে হয় বিশ্বকাপ স্কোয়াড। তবে সেই স্কোয়াডে ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই বদলের সুযোগ আছে। এ কথা জানার পরই আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স গণ্য করার কথা জানান প্রধান নির্বাচক।

সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ম্যানেজমেন্টের এরকম দ্বিধাগ্রস্ত মনোভাব দলের জন্য ভীষণ ক্ষতিকর মনে করছেন, ‘ম্যানেজমেন্ট দল নিয়ে একটু অনিশ্চয়তায় আছে। এটা আমার ভালো লাগেনি। আমি দেখেছি যে ২৩ মে পর্যন্ত সময় আছে, এটা নিয়ে এখনো চিন্তা করছে। এমন করে চিন্তা করলে আসলে পুরো দলকে আত্মবিশ্বাস দিবে না । কারণ খেলোয়াড়রা এত বড় টুর্নামেন্ট খেলতে যাবে। আমরা সবাই জানি যে জুন-জুলাই এ বিশ্বকাপ হবে। এটার পরিকল্পনা আরও ছয়-সাত থেকেই হওয়া উচিত ছিল। সেটাও হয়েছে কিন্তু সেই সঙ্গে বলা হয়েছে যে আয়ারল্যান্ডের পারফর্মেন্সের পরে পরিবর্তন আসতে পারে দলে। এটা আমি আসলে খুব ভালোভাবে দেখি না। এতে দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসহীনতায় ভুগবে। ’

‘এইসব না বলে যদি বলত, এটাই আমাদের সেরা দল, যারা ফর্মে নেই আশা করব তারা ফর্মে ফিরে আসবে। তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা একটু ভালো হত। এইদিক থেকে আমার মনে হয়েছে একটু দূরদর্শিতার অভাব মনে হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ’

দল নিয়ে কিছু প্রশ্ন ঘোরাফেরা করলেও ফারুক মনে করেন ঘোষিত দলটিই এই মুহূর্তে বাংলাদেশের সেরা,  ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দলটা বর্তমান সময়ের সেরা দল। আমি চাইতাম একটা লেগ স্পিনার হলে খুব ভালো হত, বৈচিত্র্য দিতে পারত দলে। যেহেতু আমাদের লেগ স্পিনার নেই, সাকিব আল হাসানের সঙ্গে অফ স্পিনার ও ৫-৭টা ব্যাটসম্যান আছে, কিছু কোর প্লেয়ার আছে দলের মধ্যে। এমন খেলোয়াড় আছে যাদের ৩টা বিশ্বকাপ খেলার মত অভিজ্ঞতা আছে। আমি আশা করব ভালো করবে।’

 

 

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago