দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের সময়সূচী
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের চার দল নিশ্চিত হয়েছে গত রাতেই। তাতে জায়গা করে নিয়েছে দুটি ইংলিশ দল লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। এছাড়াও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ডাচ ক্লাব আয়াক্স। কাদের বিপক্ষে কারা খেলবেন তাও নিশ্চিত আগেই। তবে সময়সূচী নিশ্চিত ছিল না। বৃহস্পতিবার তা জানিয়ে দিয়েছে উয়েফা। ৩০ এপ্রিল টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে আতিথেয়তা নিবে আয়াক্স। ১ মে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে লড়বে লিভারপুল।
দ্বিতীয় লেগের ৭ মে অ্যানফিল্ডে আতিথেয়তা পাবে বার্সেলোনা। আর ৮ মে ফিরতি লেগে ইয়োহান ক্রুয়েফ অ্যারেনায় টটেনহ্যাম মোকাবেলা করবে আয়াক্সের। আগামী ১ জুন অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ।
আগের দিন অবিশ্বাস্য এক ম্যাচে সেমির টিকেট পায় টটেনহ্যাম। যদিও আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে ৩-৪ গোলে হারে তারা। প্রথম লেগে অবশ্য ১-০ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪। অ্যাওয়ে গোলের সুবাদে পিছনে ফেলে প্রথমবারের মতো শেষ চারে ওঠে দলটি। তবে পোর্তো বিপক্ষে লিভারপুলের লড়াই এক পেশে হয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে পর্তুগালের ক্লাবকে উড়িয়ে দেয় অল রেডরা।
আর লিওনেল মেসির জাদুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ড থেকে ১-০ গোলে জিতেছিল দলটি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতেই তিন মৌসুম পর সেমিফাইনালের টিকেট পায় কাতালানরা। তবে আয়াক্স ও জুভেন্টাসের লড়াইটি ছিল দুর্দান্ত। আয়াক্সের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র। তবে জুভেন্টাসের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো সেমি-ফাইনালে জায়গা করে দেয় নেদারল্যান্ডসের দলটি।
Comments