বিশ্বকাপের আগে সাইফুদ্দিনের দুর্ষর্ধ বোলিং চলছেই
এক ম্যাচ আগেই মিরপুরে ৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। দেখিয়েছিলেন স্যুয়িংয়ের মুন্সিয়ানা। বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন একই মাঠে জ্বলে উঠলেন আবার। আবারও নিলেন ৫ উইকেট। অলক কাপালীর প্রতিরোধ সত্ত্বেও তাই আবাহনীর সামনে দাঁড়াতে পারল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচ আবাহনী জিতেছে ৬ উইকেটে। সাইফুদ্দিনের তোপে আগে ব্যাট করে ২২৬ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ওয়াসিম জাফর আর নাজমুল হোসেন শান্ত ব্যাটে ৩২ বল হাতে রেখে ওই রান টপকেছে আবাহনী।
সকালে প্রাইম ব্যাংককে ব্যাট করতে দিয়েই দাপট দেখাতে শুরু করেন সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজারা। তাদের সঙ্গে যোগ দেন মেহেদী মিরাজ আর সৌম্য সরকারও। ৬৬ রানেই তাই ৬ উইকেট খুইয়ে বসে প্রাইম।
ইনিংসের প্রথম বলেই এনামুল হক বিজয়কে ফিরিয়ে শুরুটা করেছিলেন সাইফুদ্দিনই। খানিক পর রুবেল মিয়াকেও তুলে নেন তিনি। মাশরাফি ফেরান সালমান হোসেন আর জাকির হাসানকে। মিরাজের বলে উইকেট খোয়ান আল-আমিন জুনিয়র। আর আরিফুল হককে ছাঁটেন সৌম্য।
চরম বিপর্যয়ে পড়া প্রাইম ব্যাংকের হয়ে তখনই প্রতিরোধ শুরু অলকের। নাঈম হাসানকে নিয়ে ১০৮ রানের জুটিতে চোখ ধাঁধানো সব শটে মাত করতে থাকেন অলক। দলকে স্বস্তি দিয়েই নিজেও ছুটছিলেন তিন অঙ্কের দিকে। কিন্তু সৌম্যের স্লোয়ার বুঝতে না পেরে টপ এজ হয়ে শেষ হয় তার ৮০ রানের ঝলমলে ইনিংস। আরেক প্রান্তে নাঈম ৫১ রানে অপরাজিত থেকে দলকে পার করান দুশোর ঘর। সব মিলিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন সাইফুদ্দিন।
২২৭ রানের সহজ লক্ষ্যে নেমেই উদ্বেগ বাড়িয়ে বিদায় নেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা সৌম্য। বেলা বাড়তে সহজ হয়ে যাওয়া উইকেটে আবাহনীর জন্য বিপদের কারণ হয়নি তা। সাব্বির রহমান-জহুরুল ইসলামের প্রাথমিক প্রতিরোধের পর শান্ত আর ওয়াসিমই নিয়ে নেন সব দায়। অনায়াসে খেলে লড়াই করে দেন একপেশে। ৬৪ রান করে ভারতীয় ওয়াসিফ ফিরলেও ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৩ ওভারে ২২৬ (অলক ৮০, নাঈম ৫১*; সাইফুদ্দিন ৫/৩২, মাশরাফি ২/৫০, সৌম্য ২/৪২)
আবাহনী লিমিটেড: ৪৪.৪ ওভারে ২২৮/৪ (শান্ত ৭৭*, ওয়াসিম ৬৪; নাঈম ২/৪৯)
ফল: আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সাইফুদ্দিন।
Comments