অভিযুক্ত মণিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলো পিবিআই
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কামরুন্নাহার মণিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত কর্মকর্তাদের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ (১৯ এপ্রিল) পিবিআইয়ের একটি দল রিমান্ডে থাকা মণিকে নিয়ে একটি বোরকার দোকান এবং ওই মাদরাসার ছাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, নুসরাত হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কামরুন্নাহার মণিকে নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা।
গত মঙ্গলবার রাতে ফেনী শহর এলাকা থেকে আলীম পরীক্ষার্থী কামরুন্নাহার মণিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
নুসরাত হত্যার ঘটনায় গ্রেপ্তার জাভেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাভেদ এবং উম্মে সুলতানা পপিকে আজ ফেনির এক আদালতে হাজির করা হয়।
এছাড়াও, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা।
নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
Comments