এই দুর্ভাগ্য মেনে নিচ্ছেন সাকিব
আইপিএলে কোন বছরই যে অভিজ্ঞতা হয়নি, এবার সেটাই হচ্ছে সাকিব আল হাসানের। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একদম প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। তেমন সুবিধা করতে পারেননি। এরপর একে একে তার দল খেলেছে আরও সাত ম্যাচ। কোনটিতেই ডাক পড়েনি সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা হয়েও এভাবে সাইডলাইনে বসে থাকা সাকিবের কাছে ভীষণ হতাশার। কিন্তু এই পরিণতি মেনেও নিচ্ছেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে এবারের আসরে নিজের খেলতে না পারার হতাশার কথা জানিয়েছেন সাকিব, জানিয়েছেন ক্রিকেটে এখন ফিঙ্গার স্পিনারদের কাজটা যে কত কঠিন হয়ে গেছে সে কথাও।
চোট কাটিয়ে ফেরার পরই আইপিএল খেলতে যান সাকিব। ম্যাচ না পাওয়ায় অনুশীলন চালাতে দেশ থেকে উড়িয়ে নেন নিজের গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে। দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না, কেবল অনুশীলনে মন ভরার কথা না,সেই হতাশা তার কণ্ঠে, ‘এবার তেমন খেলতে পারলাম না। খুব দুর্ভাগ্যজনক। কিন্তু একই সঙ্গে বলব বড় প্রেক্ষাপটে যদি দেখি এখানে বিদেশীরা সবাই খুব ভালো করছে। কাজেই এই অবস্থায় ম্যাচ পাওয়াটা কঠিন ছিল।’
‘বলতে পারি এটা দুর্ভাগ্যজনক, এটা হতাশাজনক। কিন্তু একই সঙ্গে আমাকে পরিস্থিতিটাও বুঝতে হবে। নেটে আমি আমার সেরাটা দিচ্ছি, স্কিল আর ফিটনেস নিয়ে প্রচুর খাটছি। বলতে পারি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলেই সেটা পুরো কাজে লাগাতে চাইব।’
অবশ্য সুযোগ এই বছর আর তেমন পাচ্ছেন না সাকিব। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ১ জুন রওয়ানা হবে বাংলাদেশ দল। তার আগেই দেশে ফেরার কথা তার। এই সময়ে হয়ত বড় জোর আর দুই ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন তিনি।
সাক্ষাতকারে সাকিব কথা বলেছেন আধুনিক ক্রিকেটে স্পিনারদের সংকট নিয়েও। সাকিবের মতে লেগ স্পিনারদের রমরমা সময়ে ক্রিকেটে এখন ফিঙ্গার স্পিনারদের জন্য কাজটা কঠিন হয়ে গেছে। লেগ স্পিনাররা যেমন সহজাত সামর্থ্যে বল টার্ন করাতে পারেন ফিঙ্গার স্পিনারদের তেমনটা করতে খাটতে হয় প্রচুর। ব্যাটসম্যানের মন পড়ে বলের বৈচিত্র্য এনে তবেই পেতে হয় সাফল্য। তবে লেগ স্পিনারদের সংখ্যা বাড়ায় তিন-চার বছর পর তাদের খেলতেও পটু হয়ে উঠবেন ব্যাটসম্যানরা, এমনটাই ধারনা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
Comments