বাংলাদেশেও সতর্ক অবস্থায় পুলিশ
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় অন্তত ২০০ জন নিহত হওয়ার ঘটনার পর বাংলাদেশেও নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ। সেই সঙ্গে শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বাড়তি সতর্কতার কথা জানালেও সঙ্গে এটাও বলেছেন যে, শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় বাংলাদেশে নাশকতার কোনো আশংকা নেই।
শ্রীলঙ্কার কলম্বো ও এর বাইরে চার্চ ও হোটেল মিলিয়ে কমপক্ষে ছয়টি জায়গায় বোমা হামলার ঘটনায় আজ দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
Comments