সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (২১ এপ্রিল) ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাবানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “সন্ত্রাসীদের কোন বর্ণ, ধর্ম ও দেশ নেই। তারা সন্ত্রাসী এবং মানুষের জীবন ধ্বংস করে দেয়। সুতরাং আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানাই।”
গতকাল সন্ধ্যায় ব্রুনাইয়ের এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই দারুসসালামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “শ্রীলঙ্কার ৮টি স্থানে সংঘটিত বোমা হামলায় বহু লোক নিহত ও আহত হয়েছে। আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আরেকটি দুঃখজনক ঘটনা হলো শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “সেলিমের মেয়ে-জামাই ও নাতি এসময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং আজ (গতকাল) বিকেল পর্যন্ত নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।”
শেখ হাসিনা বলেন, “কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডেও এ ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে কেবল জিরো টলারেন্স নীতি ঘোষণা করেনি, গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক রেখেছে।
তিনি বলেন, “আমরা সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা মাত্রই তাদের বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ নিচ্ছি।”
বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাজ ও মাদকাসক্তদের ঠাঁই হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনগণের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিচ্ছি।”
Comments