‘অনেক বাচ্চা মাটিতে পড়ে ছিলো’
শ্রীলঙ্কায় গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার একজন প্রত্যক্ষদর্শী স্যাম নামের একজন অস্ট্রেলীয় থ্রিঅ্যাডব্লু রেডিওকে বলেছেন, তার হোটেলে তিনি যে দৃশ্য দেখেছেন তা ‘পুরোই ধ্বংসস্তূপ’।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্ট্রেলিয়ার রেডিওটিকে স্যাম জানান, তিনি এবং তার ভ্রমণসঙ্গী দুজনে মিলে শানগ্রি-লা হোটেলে সকালের নাস্তা করছিলেন। সেসময় দুটি বিস্ফোরণের শব্দ শোনেন তিনি।
স্যাম আরও জানান, বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে ব্যাকপ্যাক বহন করা দুজন ব্যক্তিকে দেখেছিলেন।
“সেসময় লোকজনের চিৎকার ও মৃতদেহ চারপাশে ছড়িয়ে পড়তে দেখি,” উল্লেখ করে অস্ট্রেলিয়ার নাগরিক বলেন, “বাচ্চারা কাঁদছিলো, অনেক বাচ্চা মাটিতে পড়ে ছিলো। জানি না তারা মৃত কী না।”
আরও পড়ুন:
শ্রীলঙ্কায় আরও হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসীরা: যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ২৯০
Comments