ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে আজ (২২ এপ্রিল) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত সুমন (২২) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে।
এছাড়া ওই সীমান্ত থেকে মাসুদ রানা (২০) নামে অপর এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। তার লাশ সীমান্তে জিরো পয়েন্টের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে।
এছাড়া বিএসএফ মাসুদ রানা নামে অপর এক বাংলাদেশিকে ধরে ভারতে নিয়ে গেছে।
বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানান বিজিবির এই কর্মকর্তা।
আরও পড়ুন:
Comments