‘কলম্বো বিমানবন্দরে পাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে’
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে পাওয়া একটি শক্তিশালী পাইপ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, বিমানবন্দরের মূল টার্মিনালের রাস্তায় গতকাল যে পাইপ বোমা পাওয়া গিয়েছিলো বিমানবাহিনীর সদস্যরা তা নিষ্ক্রিয় করেছেন।
সূত্র জানায়, “বোমাটি হাতে তৈরি করা হয়েছে। পাইপের ভেতর বিস্ফোরক ভরে রাখা হয়েছিলো।”
বোমাটি স্থানীয়ভাবে হাতে তৈরি করা হয়ে থাকতে পারে উল্লেখ করে বিমানবাহিনীর একজন মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন গিহান সেনাভিরত্ন বলেন, “একটি ছয় ফুট পাইপ রাস্তার পাশে পড়ে ছিলো। আমরা সেটি নিরাপদে নিষ্ক্রিয় করতে পেরেছি।”
উল্লেখ, গতকাল (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ২৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন।
আরও পড়ুন:
Comments