আফগানিস্তানের বিশ্বকাপ দলে চমক হামিদ
২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হামিদ হাসান। ৩২ বছর বয়েসী এই পেসারকে তিন বছর পর একেবারে বিশ্বকাপ দলে ফিরিয়েছে আফগানিস্তান। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার শাপুর জাদরানের।
আগেই আসগর আফগানকে সরিয়ে গুলবাদাইন নাইবকে ওয়ানডে দলের অধিনায়ক বানিয়েছিল আফগানিস্তান। অধিনায়কত্ব হারালেও দলে আছেন আসগর। এছাড়া দলে ১৫ জনের দলে নেই বড় কোন চমক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা চায়নাম্যান জহির খান, পেসার শাপুর জাদরান, ফারিদ আহমেদ, ও ব্যাটসম্যান জাভেদ আহমেদির জায়গা হয়নি বিশ্বকাপ দলে। শাপুর জায়গা না পেলেও আছেন আরেক অভিজ্ঞ পেসার দৌলত জাদরান।
অভিজ্ঞ মোহাম্মদ নবি, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, রহমত শাহদের সঙ্গে অনুমিতভাবেই আছেন তরুন হযরতুল্লাহ জাজাই, মুজিব-উর-রহমানরা।
১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপের আফগানিস্তান স্কোয়াড: গুলাবদাইন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার, নুর আলম জাদরান, হযরুতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতুল্লাহ শহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।
Comments