তাসকিনকে আশা দেখালেন ওয়ালশ
চোট থেকে ফিরে ম্যাচ ফিটনেস দেখাতে না পারায় বিশ্বকাপ দলে জায়গা পাননি তাসকিন আহমেদ। তাকে রাখা হয়নি আয়ারল্যান্ড সফরের দলেও। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মনে করছেন এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। নিজেকে ফিট রেখে খেলা চালিয়ে গেলে বিশ্বকাপেও আসতে পারে তাসকিনের সুযোগ।
বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে তেমন কোন বিতর্ক এমনিতে নেই। যা কিছু খটকা আছে তাসকিনকে নিয়ে। তাসকিনের জন্য আরেকটু অপেক্ষা করা যেত কিনা, এমন প্রশ্ন উঠছে। বিশ্বকাপ নিয়ে কাজ শুরুর আগে ওয়ালশও মনে করছেন এই পেসারকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পেলে ভালো হতো, ‘ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। সে এই মুহূর্তে চোটে নেই। সমস্যা ম্যাচ ফিটনেসের। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে খেলতে দেখতে পেলে তো ভালো হতো, এটিই হচ্ছে তাকে নিয়ে যথাযথ মন্তব্য। কিন্তু দল নির্বাচন হয়ে গেছে। ’
কোন দলে না থাকলেও তাসকিনের দোয়ার একদম বন্ধ নয় বলে জানালেন ওয়ালশ। বর্তমান স্কোয়াডের কেউ যদি চোটে পড়ে তবে সবার আগে আসবে তাসকিনের নাম। এটা বুঝেই তাসকিনকে তৈরি থাকতে বললেন তিনি, ‘তাকে চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।’
Comments