রাজধানীর মৎসভবন মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর রমনার মৎসভবন এলাকায় আজ (২৩ এপ্রিল) সকালে দুটি বাস ও প্রাইভেটকার এবং রিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর রমনার মৎসভবন এলাকায় আজ (২৩ এপ্রিল) সকালে দুটি বাস ও প্রাইভেটকার এবং রিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকাল পৌনে ৮টায় ঘটনাস্থলে স্বাধীন পরিবহন ও অপর একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বাস দুটি একটি প্রাইভেটকার ও দুটি রিকশাকে ধাক্কা দেয়। এতে চার ব্যক্তি আহত হন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তবে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

পুলিশের এই উপপরিদর্শক বলেন, নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০ ও অপরজনের বয়স ২০ বছর হবে।

Comments

The Daily Star  | English

Hats off to grassroots women torchbearers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

4h ago