ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
লোকমান হোসেন নামে আন্দোলনরত এক শিক্ষার্থী আমাদের সংবাদদাতাকে বলেন, “আমাদের অনশন কর্মসূচীতে শিক্ষার্থীদের অনেকেই যোগ দিচ্ছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।”
আজ (২৪ এপ্রিল) সরেজমিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা গেলো, শিক্ষার্থীরা মিছিল সহকারে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভনের সামনে জড়ো হয়েছেন। এরপর সকাল ১০টার দিকে সেখানেই তারা আমরণ অনশন কর্মসূচী শুরু করেন।
অনশনরতদের একজন দ্য ডেইলি স্টারকে বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমৃত্যু আমরা অনশন পালন করে যাবো।”
এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর সাংবাদিকদের জানান, উপাচার্য বরাবর তারা ৮ দফা দাবি উত্থাপন করেছেন কিন্তু উপাচার্য তাদের সেসব দাবির প্রতি কোনো কর্ণপাত করেননি। ফলে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বরিশাল নগরের বিশিষ্ট ব্যক্তিদের জন্য আয়োজিত চা-চক্র অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশাধিকার না দেওয়ার প্রতিবাদে ওই দিন সকাল থেকেই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য ওই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন।
পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এ নিয়ে ক্ষোভ প্রকাশ করার একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Comments