ফিডব্যাকের সদস্য ও ভক্তদের মিলনমেলা
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ফিডব্যাকের অবদান অনেক। ১৯৭০-এর দশকে ব্যান্ড দলটির যাত্রা শুরু । প্রথম দিকে ফিডব্যাক ঢাকার পাঁচতারা হোটেলে ইংরেজি পপ মিউজিক পরিবেশন করতো। ব্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা ১৯৭৬ সালে। সেদিক থেকে চার দশক পেরিয়ে গেছে দলটির।
ফিডব্যাক তার শ্রোতা-ভক্তদের জন্য আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক কনসার্টের আয়োজন করছে । কনসার্টে ফিডব্যাকের জনপ্রিয় গানগুলি গাইবেন দলের সাবেক সদস্য মাকসুদ। আরও অংশ নিচ্ছে মাইলস, আর্টসেল, ওয়ারফেজ ও দলছুট, যারা ফিডব্যাকের জনপ্রিয় সব গানের মাধ্যমে কনসার্ট মাতাবেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’ শিরোনামের এ কনসার্ট মূলত ফিডব্যাকের সদস্য ও তাদের ভক্তদের মিলনমেলা। সংবাদ সম্মেলনে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান ও সাবেক সদস্য মাকসুদুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, কনসার্টের ডিজিটাল পার্টনার বাংলা লিংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফি আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘এ ফর অ্যাকশন’র নির্বাহী পরিচালক এসএম শামসুর রহমান।
Comments