ফিডব্যাকের সদস্য ও ভক্তদের মিলনমেলা

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ফিডব্যাকের অবদান অনেক। ১৯৭০-এর দশকে ব্যান্ড দলটির যাত্রা শুরু । প্রথম দিকে ফিডব্যাক ঢাকার পাঁচতারা হোটেলে ইংরেজি পপ মিউজিক পরিবেশন করতো। ব্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা ১৯৭৬ সালে। সেদিক থেকে চার দশক পেরিয়ে গেছে দলটির।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ফিডব্যাকের অবদান অনেক। ১৯৭০-এর দশকে ব্যান্ড দলটির যাত্রা শুরু । প্রথম দিকে ফিডব্যাক ঢাকার পাঁচতারা হোটেলে ইংরেজি পপ মিউজিক পরিবেশন করতো। ব্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা ১৯৭৬ সালে। সেদিক থেকে চার দশক পেরিয়ে গেছে দলটির।

ফিডব্যাক তার শ্রোতা-ভক্তদের জন্য আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক কনসার্টের আয়োজন করছে । কনসার্টে ফিডব্যাকের জনপ্রিয় গানগুলি গাইবেন দলের সাবেক সদস্য মাকসুদ। আরও অংশ নিচ্ছে মাইলস, আর্টসেল, ওয়ারফেজ ও দলছুট, যারা ফিডব্যাকের জনপ্রিয় সব গানের মাধ্যমে কনসার্ট মাতাবেন।

আজ বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’ শিরোনামের এ কনসার্ট মূলত ফিডব্যাকের সদস্য ও তাদের ভক্তদের মিলনমেলা। সংবাদ সম্মেলনে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান ও সাবেক সদস্য মাকসুদুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, কনসার্টের ডিজিটাল পার্টনার বাংলা লিংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফি আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘এ ফর অ্যাকশন’র নির্বাহী পরিচালক এসএম শামসুর রহমান।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

9h ago