বনানী কবরস্থানে চিরশায়িত জায়ান
শ্রীলঙ্কায় সিরিজ জঙ্গি হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের দৌহিত্র জায়ান চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী মো. ইমরুল আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে জায়ানের দাফন হয়। জানাজায় জায়ানের নানাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। দুপুর পৌনে ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি এসে পৌঁছায়।
বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ও মা শেখ আমেনা সুলতানা সোনিয়ার সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ইস্টার সানডের ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয় আট বছর বয়সী জায়ান। ওই ঘটনায় মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন। চার্চ ও হোটেল মিলিয়ে মোট আটটি জায়গায় সেদিন আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এর মধ্যে যে হোটেলগুলো আক্রান্ত হয় তার একটি উঠেছিল এই পরিবারটি।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
Comments