শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন মিরাজ
সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিয়ে কাজ করতে ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বুবধার মিরাজকে ‘ইউনিসেফ চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের দূত হিসেবে মিরাজকে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার।
বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, স্যানিটেশন ও সুরক্ষা নিয়ে এখন থেকে ইউনিসেফের হয়ে কথা বলবেন মিরাজ।
সুবিধা বঞ্চিত শিশুদের নিজে কাজ করার সুযোগ পেয়ে নিজের অতীত স্মরণ করেছেন এই ক্রিকেটার, ‘ইউনিসেফের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। ছোটবেলা থেকে ইউনিসেফের কথা শুনে আসছি, বইতেও পড়েছি। আর আমি নিজে এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যেখানে সব সুবিধা নিশ্চিত ছিল না। আমি তাই সুবিধা বঞ্চিত শিশুদের সংকটটাও আমি বুঝি। এই জায়গা থেকে এই প্লাটফর্মে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।’
ইউনিসেফ প্রতিনিধি বেগবেদার বলেন, মিরাজের মতো একজন জনপ্রিয় ক্রিকেটারকে ইউনিসেফে যুক্ত করতে পারা দারুণ ব্যাপার কারণ তার কথা মানুষ শুনবে।
আপাতত কমপক্ষে এক বছর ‘ইউনিসেফ চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ হিসেবে কাজ করবেন মিরাজ। এরপরে তাকে শুভেচ্ছা দূত করতে পারে সংস্থাটি। এর আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে আসছেন আরেক ক্রিকেটার সাকিব আল হাসান।
Comments