৪ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গত ২২ এপ্রিল চট্টগ্রামে একজন চালক হত্যার প্রতিবাদে আজ (২৫ এপ্রিল) থেকে রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকনেতারা।
আজ সকাল ৬টা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায় এই ধর্মঘট চলছে। এর ফলে সেসব জেলায় সবধরনের মোটরযান চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর জেলার পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, চার জেলার পরিবহন শ্রমিকনেতারা গত রাতে সৈয়দপুরে বৈঠক করে এই ধর্মঘটের ডাক দেন। দিনাজপুরের কাহারোল উপজেলার অধিবাসী জালাল উদ্দিন (৫৫) এর হত্যার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
“যতোক্ষণ পর্যন্ত না হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে ততোক্ষণ এই ধর্মঘট চলবে,” যোগ করেন ফজলে রাব্বি।
Comments