প্রতিপক্ষের শক্তি নিয়ে ভাবছেন না মৌসুমী

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কিরগিজস্তানকে গুনে গুনে ১০ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সে দলের অনেকেই খেলছেন বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে। তবে গত তিন বছরে দলটি বদলে গিয়েছে অনেক। আগের দিন আরব আমিরাতের বিপক্ষে মাঠেই প্রমাণ রেখেছেন। তাই তাদের নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বাংলাদেশকে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি।
ছবি: সংগ্রহীত

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কিরগিজস্তানকে গুনে গুনে ১০ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সে দলের অনেকেই খেলছেন বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে। তবে গত তিন বছরে দলটি বদলে গিয়েছে অনেক। আগের দিন আরব আমিরাতের বিপক্ষে মাঠেই প্রমাণ রেখেছেন। তাই তাদের নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বাংলাদেশকে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি।

আমিরাতের বিপক্ষে বেশ গতিময় ফুটবল খেলেছে কিরগিজস্তান। কিন্তু এ নিয়ে কোন দুশ্চিন্তা নেই মৌসুমির, 'কাল যখন মাঠে নামবে আবারো নতুন রূপে নামতে পারে। কারণ কোন দল কখন কিভাবে খেলবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে যেমন বলতে পারি না, এরকম অন্যান্য দলের কথাও বলতে পারিনা যে তারা আজকে যেমন খেলছে কালকেও সেরকমই খেলবে। তবে তাদের দুর্বল ভাবে নেওয়ার কিছু নেই।'

আগের দিন ম্যাচের কর্নার থেকে সরাসরি গোল দেন বোরনবেকনোভা আইঝান। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন এ তরুণী। যদিও লালকার্ড পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে নিষিদ্ধ তিনি। দারুণ খেলেছেন রিশবেক কেনঝেবুবুও। তবে কোন খেলোয়াড়কে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই মৌসুমিদের, 'আমরা আলাদাভাবে কোনো কিছু ভাবছি না। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো খেলেছে। তারা শক্তিশালী। আলাদাভাবে তাদের চিহ্নিত করিনি।'

নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় পাবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক, 'কালকে আমরা ম্যাচ দেখছি ওদের। কিরগিজস্তান ভালো টিম। এবং ওরা ভালো খেলছে। ওদের দুর্বলতা কেমন সেটা স্যার আমাদের সঙ্গে আলোচনা করেছে। আমাদের নির্দেশনা দিয়েছে। তো আমরা চেষ্টা করবো ওই জিনিসগুলো মাথায় রেখে খেলার। আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আমরা চেষ্টা করবো কিরগিজস্তানের বিপক্ষে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।'

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

7h ago