মোদিকে মমতার কুর্তা উপহার, ভোটের মুখে তুমুল আলোচনা

আমরা সৌজন্যের জন্য অনেককেই উপহার পাঠাই। আর তারা রাজনীতি করেন- আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এইভাবে মোদিকে কুর্তা উপহার নিয়ে বিতর্কের জল ঢাললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শাসক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমরা সৌজন্যের জন্য অনেককেই উপহার পাঠাই। আর তারা রাজনীতি করেন- আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এইভাবে মোদিকে কুর্তা উপহার নিয়ে বিতর্কের জল ঢাললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শাসক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল (২৪ এপ্রিল) বুধবার দিল্লিতে এশিয়ান নিউজ নেটওয়ার্ককে (এএনই) দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উপহার হিসেবে কুর্তা পাঠান। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এই সাক্ষাৎকার নেন।

নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের তথ্য সংবাদ মাধ্যমের দেওয়া ক্ষতি হতে পারে মোদি এই মন্তব্য করেও খুব সহজ সরল ভাষায় এই কথাটা বলে দেন। আর এতেই মোদি-মমতা বিরোধীদের হাতে অস্ত্র চলে যায়। সমালোচনা শুরু হয় সর্বত্র।

বামফ্রন্টের শীর্ষ নেতা সূর্যকান্ত মিশ্র বুধবার কলকাতায় দাবি করেন, গোপনে এই জিনিষপত্র পাঠানোর তথ্যটা মোদি নিজেই ফাঁস করেছেন। কিন্তু আমরা এই সম্পর্কের কথা আগেই জানি। রাজ্যে মোদি-মমতার গভীর সম্পর্কের বিরুদ্ধেই বামফ্রন্টের লড়াই।

এদিন বীরভূমে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের নির্বাচনী সভায় বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেন, আতিথেয়তা করা আমাদের ধর্ম। এই যে মোদি বাবু একটা ইন্টারাভিউতে বলেছেন আমি নাকি তাকে কুর্তা পাঠাই। পাঠালে দোষটা কোথায়। দুর্গা পূজায় আমরা সকলেই পাঠাই কিছু না কিছু। আমার বিশ্ব বাংলা দোকান আছে, সেটা আমাদের বাংলার ব্র্যান্ড। শুধু তাই নয় আমাদের রাজ্যের আমও অনেককে পাঠাই। এসব তো আমরা কখনো বলি না। এটা সৌজন্য। সৌজন্য আর রাজনীতি আলাদা। আমরা সৌজন্য করি আর আপনি রাজনীতি করেন এসব নিয়ে।

ওদিকে মোদিকে বিশেষ দিনে উপহার পাঠানো নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বও ইতিবাচক। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা রাজনীতির সৌজন্য। আমিও মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা পাঠাই। এটাই রাজনীতিবিদদের মধ্যে থাকা উচিৎ। তাই এটা নিয়ে তর্ক করা ঠিক নয়।

একই কথা বলেন বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি কলকাতায় এদিন বলেন, যারা এই উপহার পাঠানো নিয়ে বিতর্ক তুলছেন তারা আসলে বিকৃত রুচির মানুষ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago