জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ানের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জুমার নামাজের খুতবায় দেশের প্রতিটি মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করার জন্য খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (২৫ এপ্রিল) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সেই সাথে শেখ ফজলুল করিম সেলিম এমপির জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলঙ্কায় বোমা হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। সর্বস্তরের জনগণকে এতে অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া শিশু জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং শ্রীলঙ্কায় হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
Comments