জাফলংয়ে নদীতে নেমে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
পর্যটন এলাকা সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিখোঁজ যুবকের নাম আকিকুর রহমান অনিক (২০)। সে হবিগঞ্জের ধলা মিয়ার ছেলে। অনিক মুরারিচাঁদ কলেজের (এমসি) অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে জানান, আজ (২৬ এপ্রিল) সকালে সাত বন্ধুর সঙ্গে জাফলংয়ে ঘুরতে আসে অনিক। দুপুর দুইটার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবুরি ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধ্যে সাতটা পর্যন্ত চেষ্টা চালিয়েও অনিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
Comments