বাংলাদেশি ১১ শ্রমিককে ফেরত পাঠালো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় ইস্টার সানডের সকালে ভয়াবহ সিরিজবোমা হামলার পর দেশটিতে কর্মরত ১১ বাংলাদেশি শ্রমিককে গতকাল ফেরত পাঠানো হয়েছে। এই শ্রমিকদের সবাই আত্মঘাতী হামলাকারী ইনসাফ আহমেদ ইব্রাহীম নামে এক ব্যক্তির তামা কারখানায় কাজ করতেন।
ইনসাফ আহমেদ ইব্রাহীম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ওইদিন শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে কলম্বোর বিলাসবহুল শাংরি-লা হোটেলে হামলা চালান।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হামলার পর শ্রীলঙ্কান কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয় এবং ১১ বাংলাদেশিসহ সেখানে কর্মরত সব শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায়।
আজ (২৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটিটিসি প্রধান বলেন, “শ্রীলঙ্কা থেকে ফেরত আসা শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই ১১ বাংলাদেশি পর্যটক ভিসা নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তাদের কারও সেদেশে কাজ করার অনুমোদন ছিলো না এবং তারা অবৈধভাবে সেখানে বসবাস করে আসছিলেন।”
“এদের অধিকাংশের বাড়ি টাঙ্গাইলে এবং তারা দেশটির একটি তামা কারখানায় সাধারণ শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন”, যোগ করেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, “গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।”
সিটিটিসি প্রধান বলেন, “শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে এই শ্রমিকদের কেউই কোনো তথ্য দিতে পারেননি। এমনকি তারা ওই কারখানার অতি সাধারণ শ্রমিক হওয়ার এর মালিক ইনসাফ আহমেদ ইব্রাহীমের সঙ্গে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ হয়নি।”
এই শ্রমিকদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে কী-না? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, “না, তাদের কারও বিষয়ে এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল রেকর্ড আমরা পাইনি। তবে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
এই ১১ শ্রমিকের সবাই জীবীকার তাগিদে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বলেও জানান তিনি।
Comments