বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি পাবেন যেখানে

বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি বিক্রির সত্ত্ব দেওয়া হয়েছে স্পোর্টস এন্ড স্পোর্টজকে। মাসখানেক আগে সংবাদ সম্মেলনে তা জানানো হয়েছিল। স্পোর্টস এন্ড স্পোর্টজ আবার জার্সি বিক্রির স্বত্ত্ব দিয়েছে আরও কয়েকটি দেশি ব্র্যান্ডশপকে। সেটা জানানো হলো আজ আরেকটি সংবাদ সম্মেলনে। জানালো হলো মূল্যও। কিন্তু জার্সির ডিজাইন এখনো দেখাতে পারেনি বিসিবি বা বিক্রয়কারী প্রতিষ্ঠান কেউই।
ছবি: বিসিবি

বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি বিক্রির সত্ত্ব দেওয়া হয়েছে স্পোর্টস এন্ড স্পোর্টজকে। মাসখানেক আগে সংবাদ সম্মেলনে তা জানানো হয়েছিল। স্পোর্টস এন্ড স্পোর্টজ আবার জার্সি বিক্রির স্বত্ত্ব দিয়েছে আরও কয়েকটি দেশি ব্র্যান্ডশপকে। সেটা জানানো হলো আজ আরেকটি সংবাদ সম্মেলনে। জানালো হলো মূল্যও। কিন্তু জার্সির ডিজাইন এখনো দেখাতে পারেনি বিসিবি বা বিক্রয়কারী প্রতিষ্ঠান কেউই।

শনিবার বিকেলে রাজধানীর এক রেস্তোরায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি কোথায় কোথায় পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে জার্সির মূল্য থাকছে ১১৫০ টাকা। কেবল ম্যাচ জার্সিই না, পাওয়া বাজারে পাওয়া যাবে অনুশীলন জার্সি আর ক্যাপও।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আর স্পোর্টস এন্ড স্পোর্টজের মেহতাবউদ্দিন সেন্টু জানিয়েছেন দু’একদিনের মধ্যেই জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন  করা হবে, এরপরও তা ছেড়ে দেওয়া হবে বাজারে।

এক বছরের জন্য জার্সি বিক্রির সত্ত্ব পাওয়া স্পোর্টস এন্ড স্পোর্টজ জানিয়েছে, পোশাকের ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। থাকছে অনলাইনে কেনার সুযোগও। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি; এই দুই অনলাইন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করবে। এছাড়া ডিমানি অ্যাপের মাধ্যমেও ক্রেতারা জার্সি কিনতে পারবেন। আর সারা দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস।

এসব প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ বাংলাদেশের জার্সি বিক্রি করতে পারবে না। অন্য  কেউ নকল করে বিক্রির চেষ্টা করলে স্বত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান আইননুগ ব্যবস্থা নিতে পারবে।

ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্যও ম্যাচ ভেন্যু থেকে বাংলাদেশ দলের জার্সি কেনার সুযোগ থাকছে। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। আর ম্যাচ ভেন্যু ও ভেন্যুর বাইরে আইসিসির অফিসিয়াল স্টোরেও টাইগারদের জার্সি বিক্রির পরিকল্পনা করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং এরপর সেখান থেকে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ২৯ এপ্রিল সংবাদ সম্মেলনে হাজির হতে পারেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। জানা গেছে সেদিনই বিশ্বকাপের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago