সাদামাটা সাকিব, সানরাইজার্সের হার

Shakib Al Hasan
ছবি: এএফপি

আগের ম্যাচে দলে ফিরে জুতসই বল করেছিলেন সাকিব আল হাসান। হেরেছিল দল। এই ম্যাচেও প্রথম দুই ওভারে দারুণ বল করেন, পরে হারিয়েছেন খেই। তার আগে ব্যাটিংয়ে সুযোগ পেয়েও তেমন কিছু করতে পারেননি। সাকিবের এমন সাদামাটা দিনে আবার হেরেছে তার দল।

শনিবার রাতে জয়পুরে রাজস্থান রয়্যলাসের কাছে ৭ উইকেটে হেরে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিংয়ে ১০ বলে ৯ রান করে আউট হওয়ার পর বল হাতে ৩.১ ওভার বল করে ২৬ রানে ১ উইকেট নেন সাকিব।

আগে ব্যাট করে ১৬০ রান সানরাইজার্স। ওই রান তাড়ায় নেমে দুই ওপেনার লিয়াম লিভিংস্টোন আর আজিঙ্কা রাহানেই ম্যাচ করে দেন সহজ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে পেয়ে মাত্র ৪ রান দেন সাকিব। চতুর্থ ওভারে আসা রশিদ খানকে দুই ছক্কায় উড়িয়ে ১৬ রান নিয়ে নেন লিভিংস্টোন। রান বাড়ছিল তরতরিয়ে। অষ্টম ওভারে আবার বল করতে এসে ৭ রানের বেশি দেননি সাকিব।

রশিদ তার পরের স্পেলে এসে লিভিংস্টোনকে তুলে নিলে খেলায় ফিরেছিল সানরাইজার্স। ১২তম ওভারে সাকিব ফেরান রাহানেকে। কিন্তু ওই ওভারে তিনি দিয়ে দেন ১১ রান।

শেষ ওভারে কেবল ৪ রান দরকার ছিল রাজস্থানের। কঠিন চ্যালেঞ্জে দায়িত্ব পেয়েছিলেন সাকিব। কিন্তু তার প্রথম বল থেকেই বাউন্ডারি তুলে নিয়ে সঞ্জু স্যামসন শেষ করে দেন ম্যাচ।

এর আগে আগে ব্যাটিং পেয়ে ডেভিড ওয়ার্নারের ৩৭ আর মানিষ পান্ডের ৬১ রানে লড়াইয়ের পূঁজি পায় সানরাইজার্স। এই দুজন ছাড়া আর কেউ বলার মত রানই পাননি।

১২১ রানে ৩ উইকেট পড়ার পর ব্যাটিং পেয়েছিলেন সাকিব। তখনো বাকি ছিল ৫ ওভার। জড়োসড়ো সাকিব একবার ক্যাচ দিয়ে বাঁচার পর সুযোগটা কাজে লাগাতে পারেননি। দুই ওভার আগে আউট হয়েছেন ৯ রান করে।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

7m ago