৬০০ গোলের মাইলফলকে রোনালদো

ছবি: এএফপি

বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল কে আগে ৬০০ গোলের মাইলফলকে পৌঁছবেন? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাতে এগিয়ে ছিলেন রোনালদো। কারণ মেসির চেয়ে দুই গোল বেশি ছিল তার। আর ৬০০ গোলের মাইলফলকেও আগেই পৌঁছালেন এ তারকা। আগের দিন ইন্টার মিলানের বিপক্ষে ক্লাবের হয়ে মাইলফলকের গোলটি করেন এ পর্তুগিজ তারকা।

সান সিরোতে আগের দিন শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পরে দলটি। হারের শঙ্কায় থাকা দলটিকে স্বস্তি এনে দেন রোনালদোই। ম্যাচের ৬২তম মিনিটে মিরালেম পিয়ানিচের ব্যাকহিল থেকে পাওয়া বলে দারুণ শটে বল জালে জড়ান এ পর্তুগিজ তারকা। তার মাইলফলকের গোলেই হার এড়ায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

এ গোল নিয়ে সিরিএ'তে ২০তম গোল করলেন রোনালদো। জুভেন্টাসের জার্সিতে এটা তার ২৭তম গোল। এর আগে স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করেছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

আগের রাতে অবশ্য গোল পেয়েছেন মেসিও। লেভান্তের বিপক্ষে করা জয় সূচক গোলটি মেসির ৫৯৮তম। যার সবগুলোই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। লেভান্তেকে হারানোর দিনে লা লিগা শিরোপাও নিশ্চিত করেছে বার্সেলোনা। অবশ্য জুভেন্টাস সিরিএ শিরোপা নিশ্চিত করে গত সপ্তাহেই। তবে বাকী সব আসর থেকে ছিটকে পড়েছে তারা। বার্সেলোনা টিকে আছে আরও একটি ট্রেবল জয়ের পথে।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

39m ago