সাঁওতালদের জমি ফিরে পাওয়ার দাবি যৌক্তিক: সুলতানা কামাল
আদিবাসী জনগোষ্ঠী সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়া এবং তাদের জমি দখলকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি যৌক্তিক এবং সরকারকে সেই দাবি মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
গতকাল (২৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আদিবাসী সাঁওতাল ও অন্যান্য প্রান্তিক পরিবারের প্রতি বর্বরতার বিচার ও মানবিক সহায়তার দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সুলতানা কামাল বলেন, “যদি সরকার সাঁওতালদের আট দফা দাবি গ্রহণ না করে তাহলে সাঁওতালরা দেশ ছেড়ে চলে যাবে। আর তা হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাবিরুদ্ধ।”
অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ নিজামুল হক বলেন, সাঁওতালদের দাবি মেটানো সরকারের পক্ষে কোনো কঠিন কাজ নয়। সরকারের উচিত দ্রুত সেই দাবিগুলো পূরণ করা।
জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ বাগদা আবাদি জমি পুনরুদ্ধার কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাঁওতালদের উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি ফিরিয়ে দেওয়া এবং ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালদের ওপর আক্রমণকারীদের শাস্তির দাবি করেন।
Comments