মঙ্গোলিয়া সম্পর্কে জেনেই মাঠে নামছে বাংলাদেশ!

মঙ্গোলিয়ার বিপক্ষে এর আগে কখনোই কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই তাদের মাঠের শক্তিমত্তা সম্পর্কে অজ্ঞই বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বে এর মধ্যে দুটি ম্যাচ খেলেছে দলটি। আর দুটি ম্যাচ দেখেছেন মৌসুমি-সানজিদারা। আর মাঠে বসে ভালোভাবেই সে ম্যাচ পর্যবেক্ষণ করেছেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন। আর এ নিয়ে শিষ্যদের সঙ্গে হোমওয়ার্ক করেছেন তিনি।
ছবি: এএফপি

মঙ্গোলিয়ার বিপক্ষে এর আগে কখনোই কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই তাদের মাঠের শক্তিমত্তা সম্পর্কে অজ্ঞই বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বে এর মধ্যে দুটি ম্যাচ খেলেছে দলটি। আর দুটি ম্যাচ দেখেছেন মৌসুমি-সানজিদারা। আর মাঠে বসে ভালোভাবেই সে ম্যাচ পর্যবেক্ষণ করেছেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন। আর এ নিয়ে শিষ্যদের সঙ্গে হোমওয়ার্ক করেছেন তিনি।

মঙ্গোলিয়ার বর্তমান কোচ কাওয়ামাতো নাওকো এর আগে ছিলেন মালদ্বীপের কোচ। তখন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন তিনি। তাই বাংলাদেশের মেয়েদের সম্পর্কে ভালো করেই জানেন তিনি। যদিও সে ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সহজেই জিতেছিল মৌসুমিরা। তবে মঙ্গোলিয়ার মাঠের খেলা পর্যবেক্ষণ করেই ধারণা নিয়েছে বাংলাদেশ। ছোটনও বললেন এমনটাই, ‘মঙ্গোলিয়ার কোচ আগেও আমাদের বিপক্ষে খেলেছিলেন। আড়াই বছর মালদ্বীপের কোচ ছিলেন। আমাদের খেলা সর্ম্পকে তার ধারনা আছে। সে অনেক অভিজ্ঞ কোচ। এটা যেহেতু সেমিফাইনাল ম্যাচ, সে তো আমার দল সম্পর্কে ভাববে এবং কৌশল সাজাবে। মঙ্গোলিয়ার দুটি ম্যাচ আমরা দেখেছি, তাই আমাদেরও কিছু হোমওয়ার্ক হয়েছে।’

প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের দুর্বলতাই ভাবাচ্ছে বাংলাদেশের মেয়েদের। প্রতিপক্ষ সীমানায় মুহুর্মুহু আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারছে না তারা। দুই ম্যাচে ৬২টা শট নিয়ে গোল পেয়েছেন মাত্র ৪টি। তবে সেমিফাইনালেই নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার প্রত্যয় প্রকাশ করেন কোচ,‘মেয়েরা ভালো খেলা উপহার দিবে এবং জয়ের জন্য মাঠে নামবে। তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যে ভুলত্রুটি হয়েছে,সেখান থেকে বেরিয়ে আরও উন্নতি করবে।’

শেষ দুই ম্যাচে বেশ আগ্রাসী ফুটবলই খেলেছে বাংলাদেশ। ফাইনালের ওঠার লড়াইয়েও একই ধাঁচের ফুটবল খেলবে বলে জানান ছোটন। তবে দুশ্চিন্তা থাকছে ওই ফিনিশিং নিয়েই। ছোটনের ভাষায়,‘আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব, যেটা আমরা খেলে এসেছি। ফরমেশনও ওইটাই থাকবে। শুধু আমরা উদ্বিগ্ন ফিনিশিং নিয়ে। কারণ আগের দুই ম্যাচে ফিনিশিংটা ভালো না হওয়ায় বেশি গোল করতে পারিনি। এখানে আমাদের আরও কাজ করতে হবে।’

দলের অধিনায়ক অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীও জানালেন প্রায় একই কথা, ‘সেমি-ফাইনালের জন্য মেয়েরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা তাদের (মঙ্গোলিয়া) খেলা দেখে ধারণা নেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। আমরা সেটা নিয়েছি। এছাড়া তাদের সর্ম্পকে যে ধারণা পেয়েছেন স্যারেরা,তা আমাদের জানিয়েছেন। সেটা প্রয়োগ করতে পারলে আমরা বড় ব্যবধানে জিততে পারব।’

বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণাত্মক ভাবেই খেলেছে। চেষ্টা করেছে বাংলাদেশের আক্রমণ নস্যাৎ করার। সেমি-ফাইনালে মঙ্গোলিয়ার কৌশলও হতে পারে একই। তবে প্রতিপক্ষের কৌশল নিয়ে ভাবছেন না ছোটন, ‘মঙ্গোলিয়া খুবই ভাল দল। ভালো খেলেই সেমি-ফাইনালে এসেছে ওরা। তারা আমাদের আক্রমণভাগ থামানোর চেষ্টা করবে। এ নিয়ে মোটেও শঙ্কিত নই আমরা।’

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

4h ago