যা জানা গেলো বসিলার ‘জঙ্গি অস্তানায়’ অভিযান সম্পর্কে
জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবিজ) শীর্ষ পর্যায়ের সদস্যরা আত্মগোপনে রয়েছে, এমন তথ্য জানার পরিপ্রেক্ষিতে গতকাল (২৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে বসিলার মেট্রো হাউজিং প্রজেক্টের একটি এক তলা টিনশেড বাড়িকে ঘিরে অভিযান শুরু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদস্যরা বাড়িটির তত্ত্বাবধায়ক সোহাগ ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার দরজায় কড়া নাড়ে। কিন্তু হঠাৎ করে আস্তানার ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়া হয়।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে ভোররাত সাড়ে তিনটার দিকে আস্তানার ভেতরে একাধিক বিস্ফোরণ হয়। এরপর, ভোর পৌনে পাঁচটার দিকে সেখানে আরেকটি বড় বিস্ফোরণ হয়, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, বিস্ফোরণে টিনশেড বাড়িটির ছাদ উড়ে গেছে। তারপর এর ভেতর থেকে আর কোনো শব্দ পাওয়া যায়নি।
এ ঘটনায় বাড়ির মালিক ওয়াহাব, তত্ত্বাবধায়ক সোহাগ ও তার স্ত্রী এবং নিকটস্থ মসজিদের এক ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাড়ির মালিক ওয়াহাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছেন যে, কয়েকমাস আগে রিকশাচালক পরিচয়ে দুই ব্যক্তি বাসাটি ভাড়া নেন। চলতি মাসে তাদের বাসা ত্যাগ করে যাওয়ার কথা ছিলো।
Comments